রফিকুল্লাহ্ কালবী, কুষ্টিয়া :
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কুষ্টিয়ার প্রতিবন্ধী নারীদের মাঝে ছাগল বিতরণ করেছে।
গতকাল বিকাল ৪টায় ৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন নারীকে দুটি করে মোট ১৮টি ছাগল প্রদান করা হয়। কুষ্টিয়ার হাউজিং ই-ব্লকে নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ছাগীগুলো প্রতিবন্ধীদের কাছে হস্তান্তর করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গিয়াস উদ্দিন। ইবির আরেক শিক্ষক প্রফেসর কামরুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, কর্তব্য ভলান্টারি অর্গানাইজেশনের সহসভাপতি আজাদুর রহমান।
নিকুঞ্জের প্রধান নির্বাহী ফেরদৌসী বেগম রুবীর সঞ্চালনায় আরও উপস্থিত থাকেন সাংবাদিক-কলামিস্ট রফিকুল্লাহ্ কালবী, আব্দুর রাজ্জাক প্রমুখ।
দুটি করে ছাগী অনুদান পেয়ে প্রতিবন্ধী নারীরা অনন্দে কান্না করতে থাকেন। তারা আশা করে, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ধনাঢ্য ব্যক্তিবর্গ সমাজের অসহায় প্রতিবন্ধীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Print Date & Time : 7 July 2025 Monday 6:51 am