Print Date & Time : 11 September 2025 Thursday 6:59 pm

কুষ্টিয়ায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) দেবব্রত রায় জানান, রবিবার সকাল ৬ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন (২৬) নামের একজন নিহত হয়।

নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে। লিখন কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হয়েছিলেন তিনি। 

অপরদিকে সকাল সাড়ে ৮টার একই মহাসড়কের সামান্য অদূরে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। নিহত আবদুর রউফ লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে।

 সকালে কাজের জন্য শহরের দিকে যাচ্ছিলেন রউফ। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১২ মার্চ ২০২৩