কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে কুষ্টিয়া হাউজিং এস্টেট বি, সি, ডি ব্লকের খাস জমিতে অবস্থিত ৩৫ বছরের পুরোনো বস্তি উচ্ছেদের নোটিশ দিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
নিয়মিত মাইকিং করা হচ্ছে আজ ১৩ জানুয়ারির মধ্যে বস্তির সমস্ত ঘর খালি করে দেয়ার জন্য, অন্যথায় বুলডোজার চালিয়ে তাদের ভিটেমাটি সমান করা হবে।
গতকাল সকাল ১১টায় কুষ্টিয়া জেলাপ্রশাসন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বস্তিবাসীরা অভিযোগ করে কতিপয় স্থানীয় মাস্তান তাদের দ্রুত বস্তি খালি করে দেয়ার জন্য নানা ধরণের হুমকি দিয়ে যাচ্ছে।
মানববন্ধন শেষে তারা জেলাপ্রশাসককে স্মারক লিপি প্রদান করে। স্মারক লিপিতে দাবি করা হয়, ৩৫ বছর ধরে যেসব গৃহহীন মানুষ এসব খাস জমিতে বসবাস করে আসছে তাদের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র এই ঠিকানাতেই রয়েছে এবং তাদের বিদ্যুৎ বিলসহ সকল পৌর কর এই ঠিকানা থেকেই প্রদান করা হয়।
এখন যদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব জমি বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এই বস্তিবাসীরাই তার প্রথম হকদার হবে। তাই বস্তিবাসীদেরকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হয়।
ভুক্তভোগীরা মানববন্ধন থেকে দৃঢ় কণ্ঠে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন, তাদের জীবন থাকতে তারা তাদের বাড়িঘর ছেড়ে দেবে না।
এসব ব্যাপারে সুধীজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের স্থানীয় নেতারা বস্তির জমি ও বাড়িঘর টাকার বিনিময়ে বরাদ্দ দিয়ে থাকে। জুলাই বিপ্লবের পরে হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের নেতারা গা ঢাকা দেয়। এখন লাইম লাইটে আসা প্রভাবশালী কোন রাজনৈতিক দলের নেতারা সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে ব্যবহার করে বস্তিগুলো নিজেদের দখলে নিতে চাইছে এবং এখান থেকে বিপুল টাকা রোজগারের ফাঁদ তৈরি করছে।