নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কুষ্টিয়া অঞ্চল পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সরকারী কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনের প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
এসময় আয়োজনের আহবায়ক কুষ্টিয়া সরকারী কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ড. এম ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনে পরীক্ষা গ্রহন করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউর রহমান আতা বলেন, ‘শিক্ষাখাতে সরকার বিপুল অর্থব্যয়ে নানা উদ্যোগ গ্রহন করেছে, আজকের ছাত্র/ছাত্রীরা যাতে আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠে পরিবার সমাজ ও দেশ গঠনে অবদান রাখতে পারে সেজন্য এজাতীয় আয়োজন প্রতি বছরই কলেজ কর্তৃপক্ষ করবেন বলে আমি মনে করি’।
এই আয়োজনের আহবায়ক পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ বলেন, ‘ফিজিক্স আয়োজনের মুল; লক্ষ্য স্কুল কলেজের শিক্ষার্থীদের ফিজিক্স বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন যাহাা বর্হিবিশ্বের সােেথ জ্ঞানের সমতা রক্ষা করে। এজন্যই বাংলাদেশ থেকে যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হবেন তারা এর পরে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড এবং পরবর্তীতে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নেয়ার সুযোগ পাবেন’।
এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় বলেন, ‘বিজ্ঞান মনোষ্ক প্রজন্ম গড়ে তোলায় ফিজিক্স অলিম্পিয়াডের মতো আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেকার সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগ সৃষ্টি করে দেয়। শিক্ষার্থীরাও এই আয়োজনে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে মেধা সমৃদ্ধ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি’।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৭ জানুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post