কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিএনপির “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক কমিটির আয়োজনে উক্ত কর্মশালা শুরু হয়।
দুপুরের পরে লন্ডন থেকে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ল ভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে দিনব্যপী কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক কমিটির আহবায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমী, বিএনপির কেèদ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন।
এ সময় বক্তারা বলেন, আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাই সকলে মিলেই রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ করতে হবে। তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে। একই সময় জেলা শিল্পকলা একাডেমীর বাইরে কুষ্টিয়া জেলা বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা জেলা আহবায়ক কমিটি বাতিলের দাবিতে গনমিছিল নিয়ে এসে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচী ও জনসমাবেশ করে।
প্রিন্ট করুন
Discussion about this post