নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া শহরস্থ বড়বাজার ও এন এস রোডে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলার ত্যাগি ও পদবঞ্চিত নেতাকর্মীরা।
আজ দুপুর ১২টায় এই কর্মসূচি পালিত হয়।
গত ১৩ জুলাই ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন।
এতে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সিনিয়ার সহ-সভাপতি মেজবাহুর রহমান পিন্টুসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরন শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার জানান, আমরা বিএনপির সাথেই রয়েছি তবে পদ-পদবী না পেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পাশাপাশি ও তার দেয়া ৩১ দফা বাস্তবায়নে সবসময় পাশে থাকবে জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতা কর্মীরা।
প্রিন্ট করুন
Discussion about this post