কুষ্টিয়ায় ‘‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নে তরুণদের ভূমিকা,দূর্ণীতির বিরুদ্ধে শুধু মুখে নয়, বাস্তবে বাস্তবায়নে সকলকে সক্রিয় ভূমিকা গ্রহণ, তরুণদের নৈতিক মূল্যবোধ ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের উপযোগি করে নিজেদের গড়ে তোলা,সরকারি অফিসের কার্যক্রমের আরো গতিশীলতা বৃদ্ধি করণে করণীয়, বহুমুখী শিক্ষার গুরুত্ব ও জাতীর উন্নয়ণে তরুণসহ সকল শ্রেণির জনগণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন,,বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মানসিক ট্রমার ক্ষেত্রে করণীয় বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন।
কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম,তার বক্তব্যে গত বছরের জুলাই মাসে তাদের কার্যক্রম ও বর্তমানে করণীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
আব্দুল্লাহ আল মাহমুদ, শহীদ ও আহতদের যাচাই-বাছাই কমিটির সদস্য- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনা ও নির্যাতনের চিত্র তুলে ধরেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত মোঃ আবু সালেহীন তার উপর নির্যাতন ও বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুষ্টিয়া। মোঃ রফিকুল ইসলাম, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া। মুহাম্মদ মঞ্জুরুল করীম, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। পার্থ প্রতীম শীল, উপজেলা নির্বাহী অফসার, কুষ্টিয়া সদর।
মোঃ আব্দুর রাজ্জাক, নির্বাহী প্রকৌশলী,এলজিইডি,কুষ্টিয়া।পারভীন আখতার, উপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া। মোঃ রফিকুল ইসলাম, তত্বাবধায়ক, কুষ্টিয়া সদর হাসপাতাল। মোঃ আবদুস সালাম, উপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা অফিস, কুষ্টিয়া। মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুষ্টিয়া। মোঃ আব্দুল লতিফ সেখ, উপপরিচালক, জেলা সমাজ সেবা অধিদপ্তর, কুষ্টিয়া। মোখলেছুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মবর্তা, কুষ্টিয়া। মোঃ সুজন রহমান, জেলা কালচারাল অফিসার, কুষ্টিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা থেকে পাঠ করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর নির্মিত ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, তরুণ প্রজন্মের প্রতিনিধি, রেডক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার সদস্যগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ ২৫০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী জনাব মোঃ ফারুক হোসেন।
প্রিন্ট করুন
Discussion about this post