Print Date & Time : 22 August 2025 Friday 7:48 am

কুষ্টিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে রড মিস্ত্রি নিহত 

কুষ্টিয়ার প্রতিনিধি : কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার নারিকেল তলায় নির্মানাধীন বহুতল ভবনের ছাদে রড তোলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১জন নিহত ও ৫জন আহত হয়েছে।

নিহত মিস্ত্রির নাম রাজু(২৮)। তার গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলায়।সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম নামক একজন ব্যবসায়ী জানান, ঘটনার সময়  ভবনের ৬ তলা ছাদ ঢালাইয়ের জন্য দড়িতে বেঁধে উপরে রড তুলছিল শ্রমিকেরা।

সেসময় রাস্তার পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভির তারে রড স্পর্শ হওয়ায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্হলেই মারা যায় রাজু নামক একজন। আহতরা আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভবনে কাজ করা অপর কর্মচারী সূত্রে জানা গেছে ঐ বিল্ডিং কাজ করা নিহত ও আহতরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এহ/04/11/24/ দেশ তথ্য