কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায়৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে বিশাল র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় বড়বাজার এলাকায়।
এ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতি ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও সংহতি প্রদর্শন করেছিল। বক্তারা ৭ নভেম্বরের আদর্শ ধারণ করে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
আয়োজকদের মতে, এই র্যালী ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দিনটি উপলক্ষে কুষ্টিয়া শহরে বিএনপির পক্ষ থেকে আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এহ/07/11/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post