কুষ্টিয়া: বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৫ পালিত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের উদ্যোগে ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় কুষ্টিয়ায় সকাল ৯টায় বন্যাট্য র্যালি বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যলয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যলয়ের হলরুমে ”ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা আনুষ্ঠিত হয়। আলোচনা শেষে গরীব-অসহায় দুঃস্থ কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরন করে সিভিল সার্জন কুষ্টিয়া।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জাহেদুল হক মতিন ,প্রোগ্রাম -কো- অর্ডিনেটর, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আকুল উদ্দিন, সিভিল সার্জন কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহসান হাবিব , রনজিত কুমার পাল, প্রোগ্রাম অফিসার , জেলা সিভিল সার্জন অফিস, ডাঃ নওরিন আলম সিজা, ডাঃ সাজিয়া আফরিন (এমওডিসি) সহ কুষ্ঠ রোগে আক্রান্ত দরিদ্র অসহায় রোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম -কো- অর্ডিনেটর জনাব জাহেদুল হক মতিন কুষ্ঠ রোগের ইতিহাস “ কুষ্ঠ রোগ প্রতিরোধ ও আমাদের করনীয় শীর্ষক বিস্তারিত আলোচনা করেন।এইপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুক্তি দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় ২০১৫ ইং সাল থেকে ২০২৫ ইং সাল পর্যন্ত কুষ্টিয়া জেলার কুষ্ঠ রোগীদের নিয়ে যে কার্যক্রম সমূহ বাস্তবায়ন করেছে বা করছে তার বিভিন্ন বিষয়ের ব্যাখ্য দেন এবং আগামী দিনের পরিকল্পনা সমূহ বর্ননা করেন। তিনি বলেন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রমকে সহযোগীতা করছি মাত্র। তবে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়তে হলে আরো বড় পরিসরে নতুন নতুন এলাকায় কার্যক্রম বর্ধিত করতে হবে এবং এখোন যে সমস্ত কুষ্ঠ রোগী চিকিৎসার বাইরে আছে তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে নতুবা তারা পঙ্গুত্ব বরণ করবে এবং আরো নতুন নতুন রোগীর সংক্রামন ঘটাবে।
এসময় সিভিল সার্জন ঐক্য বদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশকে কুষ্ঠ মুক্ত করার জন্য সবাইকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post