Print Date & Time : 23 August 2025 Saturday 10:58 am

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: “করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা শহনশীলতা” এই স্লোগানে  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। 

এসময় জেলা প্রশাসক পরিবেশ রক্ষায় জেলার সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় পরিবেশ অধিপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ হাবিবুল বাশার, সচেতন নাগরিক সমাজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, বিএমএর সাধারন সম্পাদক বিশিষ্ট চিকিৎসক আমিনুল হক রতনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। 

পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও গাছের চারা বিতরণ করেন অতিথিরা। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ জুন ২০২৪