Print Date & Time : 5 July 2025 Saturday 3:55 am

কুষ্টিয়ায় বৃদ্ধকে হত্যা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আতিয়ার খাঁ (৬৫) নামের এক বৃদ্ধ‌কে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের এক‌টি ফসলি খেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

নিহত আতিয়ার খাঁ উজানগ্রাম ইউনিয়‌নের শ‌্যামপুর দুর্বাচার গ্রা‌মের ঝড়ু খাঁর ছেলে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু বলেন, ‘‘সকা‌লে মা‌ঠের ভেতর আতিয়া‌রের রক্তাক্ত মরদেহ পড়ে থাক‌তে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারা‌লো অস্ত্রের আঘাত র‌য়ে‌ছে। তবে কে বা কারা তাকে মেরেছে, জানা যায়নি।’’

কুষ্টিয়া ম‌ডেল থানার প‌রিদর্শক (অপা‌রেশন) আব্দুল আলীম ব‌লেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়‌টি তদন্ত চল‌ছে।’’