Print Date & Time : 13 September 2025 Saturday 12:17 am

কুষ্টিয়ায় বেশি দামে ডিম বিক্রির অপরাধে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বেশি দামে ডিম বিক্রির অপরাধে দুই পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

এসময় তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির দায়ে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান এলাকার অমি পোল্ট্রি ফার্মকে ৭ হাজার ও সাইফুল পোল্ট্রি ফার্মকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্যান্য পোল্ট্রি ফার্ম মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় মিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সেলিনা আক্তার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সবুর বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।