কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে ভাতার কার্ড করে দেয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলার যুগ্ম আহবায়ক রিপন হোসেনকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক মো: হাসিবুর রহমান ও সদস্য সচিব মো: মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ হতে মোঃ রিপন হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পাশাপাশি উপজেলার সকল সহযোদ্ধাদের প্রতি শৃঙ্খলা ও স্পিরিট পরিপন্থী কাজে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন নেতৃবৃন্দ।