রফিকুল্লাহ্ কালবীঃ
গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়কের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের ঘোষণাপত্র ও ঘোষণাপত্রে উল্লিখিত সাত দফা সম্পর্কে জনসচেতনতা করাই ছিলো এই লিফলেট বিতরণের মূল লক্ষ্য।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই লিফলেট বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়।
গতকালের লিফলেট বিতরণে কুষ্টিয়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের পক্ষে অংশ নেন- সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, মুখপাত্র পারভেজ মোশাররফ, সিনিয়র যুগ্ন আহবায়ক- হাফিজ আল মাসুম, যুগ্ন আহবায়ক সায়েদ ইসলাম শ্রেষ্ঠ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম। সদস্য – সুমন আহমেদ, সুলতান মাহমুদ, এস এম আবির প্রমুখ।
জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার পক্ষে অংশ নেন- রফিকুল্লাহ্ কালবী, রাসেল পারভেজ, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, শোয়াইব হাসান রাইয়ান, শাহিন রিকু, সাইফুল্লাহ, ফিরোজ আহমেদ প্রমুখ।
প্রিন্ট করুন
Discussion about this post