নিজস্ব প্রতিবেদক : ব্যাডমিন্টন লীগ’ ২০২৩-২০২৪ এর খেলায় ১৬টি দল ২য় রাউন্ডের ব্যাডমিন্টন লীগের খেলায় অংশ গ্রহণ করে। এতে গতকাল ব্রাদার্স ইউনিয়ন ও দেবীপ্রসাদ ক্লাবকে হারিয়ে আবাহনী ক্রীড়াচক্র কুষ্টিয়া জয়লাভ করে।
কুষ্টিয়া শেখ কামাল ষ্টেডিয়ামের জিমনাষ্টিকে উৎসবমুখবর পরিবেশে এই খেলা চলছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ব্যাডমিন্টন উপ-পর্ষদের সভাপতি মোসাদ্দেক আলী মনি, সম্পাদক এসএম কাদেরী সবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শংকর কুমার সাহা, হাবিবুর রহমান বাপ্পি, আনিচুর রহমান, আফরোজা আক্তার ডিউ, আবাহনী ক্রীড়াচক্র কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়গণ।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৮,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post