কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বর্ণিল র্যালীর মধ্যদিয়ে ভিডিপি দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে কুষ্টিয়া জেলা আনাসার ও ভিডিপি সদর দপ্তর হতে বেলুন ও পায়রা উড়িয়ে একটি র্যালী বের হয়ে ক্যাম্পাস ঘুরে আবার সেখানে শেষ হয়।
পরে সেখানে বেশ কিছুসংখ্যক রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে তা শেষ হয়।
এসময় সেখানে জেলা কমান্ড্যান্ট শফিউল আযমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা কমান্ড্যান্ট শফিউল আযম বলেন, ‘আনসার ও ভিডিপি দেশের নানা সামাজিক সংকটময় মুহুর্তে আর্তমানবতার সেবাই এগিয়ে আসে এবং নিজ নিজ দায়িত্ব থেকেই তা স্বেচ্ছায় করে থাকেন। সেই তাগিদ থেকেই প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালনে আমরা মানবতার সেবাকে অধিক গুরুত্ব দিয়ে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে জীবন সংকটে থাকা অসুস্থ মানুষের সেবা দিতেই এই কর্মসূচী পালন করছি’। আগামিতেও আমাদের এই মানবতার সেবা অব্যাহত থাকবে’।