Print Date & Time : 24 August 2025 Sunday 12:03 am

কুষ্টিয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুষ্টিয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 

সোমবার (২৪ অক্টোবর) কুষ্টিয়া শহরের এনএস রোড শাপলা চত্বরে অবস্থিত ব্যাংকটির কুষ্টিয়া শাখায় কেক কেটে উদযাপন করা হয়। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) কুষ্টিয়ার শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন নজু,সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার প্রকাশক,  সম্পাদক ড. আমানুর আমান, মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা, গ্রীন ডেভলপারের সিইও তোফায়েল আহমেদ সাকিব, এজিএম ব্রীকসের স্বত্বাধিকারী মহিদুল ইসলাম রিপন, কুষ্টিয়া জেলা কসমেটিকস স্টেশনারীজ দোকান মালিক সমিতির  সভাপতি আলহাজ্ব আবদুল মালেক রানাসহ এমটিবি’র সম্মানিত গ্রাহক, অংশীজন ও কর্মীরা অংশগ্রহণ করেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) কুষ্টিয়ার শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গত ২৩ বছরে দেশের ব্যাংকগুলোর মধ্যে এমটিবি একটি ভালো ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমটিবির নাম শুনলে মানুষ বিশ্বাস ও আস্থা পায়। ব্যাংকটির যে পরিচালনা পর্ষদ রয়েছে, তাঁরা সমাজের সম্মানিত ব্যক্তি। সবাই জানে এই ব্যাংক ভালোভাবে ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়। এমটিবি ব্যাংকে বিদেশি অংশগ্রহণও আছে। এ ছাড়া একজন গ্রাহকের যে ধরনের সেবা প্রয়োজন, তার সবই আমাদের রয়েছে। ফলে কাউকে এই ব্যাংকে এসে ফেরত যেতে হয় না। বিদেশিরাও এমটিবিকে সেরা ব্যাংক হিসেবে বিবেচনা করেন। কারণ, কখনোই বিদেশি কোনো দায় পরিশোধে এমটিবি বিলম্ব করেনি।

এবি//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৪,২০২২//