কুষ্টিয়া: কুষ্টিয়ায় মিরপুরে মঈনউদ্দিন প্রমানিক (৩৬) নামে এক
রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলসা গ্রামের মাঠের একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মঈনউদ্দিন প্রমানিক ওই গ্রামের মৃত মাজেদ প্রমানিকের ছেলে।
নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেলের সঙ্গে তার মঈনউদ্দিন প্রমানিকের বিরোধ চলছিলো। কিন্তু বেশ কয়েকদিন ধরে রাসেল তার ভাইয়ের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। গেল রাত ৯টার দিকে রাসেল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে এলাকার কয়েকজন মানুষ মাঠে কাজ করতে গিয়ে মঈনউদ্দিন প্রমানিকের মরদেহ দেখতে পায়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। এই ঘটনার বিচার চান তারা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান,
স্থানীয়দের দেওয়া খবরে সকালের দিকে একটি কলাবাগান থেকে মঈনউদ্দিন প্রমানিকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঈনুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছেন তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘মইন উদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
প্রিন্ট করুন
Discussion about this post