Print Date & Time : 25 August 2025 Monday 12:29 am

কুষ্টিয়ায় রেস্তোরাঁতে ছুরিকাঘাতে ৩ জন আহত,গ্রেফতার ৩

ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁতে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ২১শে ফেব্রুয়ারি বুধবার আনুমানিক সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের দিকে শহরের থানাপাড়া বাঁধসংলগ্ন শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতুর নিচে রিভার ভিউ ফুড কর্নারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রেস্তোরাঁটির ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২)। এদের মধ্যে তুষারের অবস্থা আশঙ্কাজনক।

ছুরিকাহত সহকারী বাবুর্চি শুভ বলেন, তিনি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোর করে ঢোকার চেষ্টা করে। তিনি বাঁধা দিলে তারা বকাবকি করতে থাকে। তারা ম্যানেজার তুষারের সঙ্গেও বাগ্‌বিতণ্ডা করতে থাকে। এ সময় তারা মালিকের মুঠোফোন নম্বর চান এবং সেটা দিতে অস্বীকৃতি জানালে তারা মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে এক যুবক তুষারকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি ও শিমুল ঠেকাতে গেলে তাঁদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা । পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ছুরিকাহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁদের মধ্যে দুজন কিছুটা শঙ্কামুক্ত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রিভার ভিউ ফুড কর্নারের স্বত্বাধিকারী আবদুল খালেক বলেন, ঘটনার সময় তিনি রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন না। পরে জানতে পারেন, তাঁর রেস্তোরাঁর ম্যানেজারসহ তিনজন কর্মচারীকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। কারও সঙ্গে তাঁর খারাপ সম্পর্ক নেই। তবে কী কারণে তাঁদের ওপর এভাবে হামলা করা হলো, তিনি বুঝতে পারছেন না। পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা প্রত্যক্ষ্যদর্শীদের বক্তব্য এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছেন। এ ঘটনায় রেস্তোরাঁটির স্বত্বাধিকারী আবদুল খালেক একটি মামলা দায়ের করেন এবং এরই পরিপ্রেক্ষিতে রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- কুষ্টিয়ার শহরের চর-থানাপাড়া এলাকার সিরাজ খালাসীর ছেলে রাজীব(২৫), আমজাদ আলীর ছেলে শামীম(২৪) ও একই এলাকার আলমের ছেলে জুয়েল হোসেন(৩০)।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মো,সোহেল রানা বলেন, ‘আসামীদের আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

দৈনিক দেশতথ্য//কে//