Print Date & Time : 13 March 2025 Thursday 8:21 am

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ  কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ০৩ জন জেল পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামিদের কে গ্রেফতার করা হয়। 

গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। 

পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১০:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া (বাজারপাড়া) এলাকা” হতে পলাতক আসামি মোঃ লিখন আলী(৩০), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-তারাগুনিয়া (বাজারপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে রাত ১২:১০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া (কাচারীপাড়া) এলাকা” হতে মোঃ সোহেল রানা (৩০), পিতা-আব্দুল গাফফার, সাং-তারাগুনিয়া (কাচারীপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয় এবং রাত ০২:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন রিফায়েতপুর গ্রাম” হতে মোঃ মেহেদী হাসান(২৮), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-রিফায়েতপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। 

পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ সেপ্টেম্বর ২০২৪