কুষ্টিয়া প্রতিনিধি :
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহর ছাত্রদলের উদ্যোগে বুধবার দুপুর ২টায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সামনে থেকে শুরু হয়ে এনএস রোড হয়ে পৌরসভা পর্যন্ত যায়।
উক্ত র্যালিতে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম নিশাত এবং শহর ছাত্রদলের আহ্বায়ক সজল উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে র্যালিটি অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হয়।
এ সময় শহরের বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে স্মরণীয় করে তোলেন। র্যালিটি কুষ্টিয়া শহরের রাজনীতিক ও সামাজিক মহলে বেশ সাড়া ফেলেছে।
এবিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মুজ্জাকির রাব্বি বলেন শহিদ প্রেডেন্ট জিয়াউর রহমানের
আদর্শ এটা বুকে ধারণ করে ছাত্রদলের মূলনীতিকে এই ধারণ করে সামনের দিকে আগাতে চাই।
কুষ্টিয়া শহর ছাত্রদলের আহবায়ক সজল ইসলাম বলেন আমরা অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত যেই নির্দেষ দেওয়া হবে সেটা আমরা পালন করবো। আজ আমাদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষির্কী সেই উপলক্ষে আমরা শহর ছাত্রদলের পক্ষ থেকে এই বণ্যার্ঢ র্যালির আয়োজনে করেছি। কালকে আমরা ছাত্রদলের পক্ষ থেকে ভিন্ন ধরনের খেলা ধুলার আয়োজন করবো। যার ফলে ছাত্র সমাজ কোন খারপ কাজে লিপ্ত না হয় ও খেলাধূলার প্রতি আগ্রহ থাকে ।
ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের ঐতিহ্য ও গৌরব উদযাপনের অংশ হিসেবে তারা প্রতিবছর এমন আয়োজন করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারি ০১,২০২৫//

Discussion about this post