কুষ্টিয়া অফিস ডেস্ক: জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি, কোভিড-১৯, ডেঙ্গু ও ডায়রিয়া বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) কুষ্টিয়ার দিশা টাওয়ারের সভাকক্ষে কুষ্টিয়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান। এই সময় যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচআইভি, কোভিড-১৯, ডেঙ্গু ও ডায়রিয়া বিষয়ের উপর মূল প্রেজেন্টেশন পরিচালনা করেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা ব্যবস্থাপক (টিবি) আবু হানিফ মোড়ল। এই সময় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা সমন্বয়ক অমরেশ চন্দ্র দাস। কর্মশালাটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার আব্দুল মান্নাফ।
কুষ্টিয়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বলেন, ‘‘আগে মানুষ বলত, ‘যক্ষ্মা হলে রক্ষা নাই’। আসলে এ কথার কোনো ভিত্তি নেই। সঠিক চিকিৎসায় যক্ষ্মা পুরোপুরি ভালো হয়ে যায়। তাই ভুল ধারণা দূর করে যক্ষ্মার বিষয়ে সচেতন হতে হবে। যক্ষ্মা হলে সঠিক চিকিৎসা নিতে হবে। যে কারণে যক্ষ্মা হয়, তা থেকে মুক্ত থাকতে হবে। তাহলে দেশ যক্ষ্মামুক্ত হবে।’’
উল্লেখ্য, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক ব্যাধি। বায়ুবাহিত রোগ ও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। প্রধানত ফুসফুসে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি। অন্যথায় রোগীর মৃত্যুও হতে পারে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৮,২০২৪//

Discussion about this post