এনামুল হক কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে অবস্হিত আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লীর ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও মাদকমুক্ত শিক্ষা পরিবেশ গড়ে তোলার দাবীতে মানব বন্ধন করেছে ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও বাহার কৃষি কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা।
মঙ্গলবার বেলা ১২টার কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবীতে বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ চয়েন উদ্দিন মোল্লা,বাহার কৃষি কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী,আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন, প্রভাষক মিরাজুল ইসলাম,সহকারী শিক্ষক বদরুদ্দোজা খান সুজন, শিক্ষার্থী তাসনিম আলম,আইরিন আক্তার প্রমূখ।
বক্তারা কলেজ ও স্কুল ক্যাম্পাসে বহিরাগত বখাটেদের প্রবেশ বন্ধ করে মাদক মুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।
প্রিন্ট করুন
Discussion about this post