বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মাশালার সমাপ্তি হয়েছে রবিবার। ৮ম ব্যাচে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন ২৫ জন উদ্যোক্তা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেছেন বিআরবি গ্রুপের জেনারেল ম্যানেজার (এডমিন) ড. এম শামসুজ্জমান।
এসময় বিসিক কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক প্রকৌঃ মোঃ সোলায়মান হোসেন, সম্প্রসারণ কমকর্তা শাপলা সুলতানাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিক কুষ্টিয়ার উপ মহাব্যবস্থাপক প্রকৌঃ মোঃ সোলায়মান হোসেন জানান, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প স্থাপনের পূর্বে এ বিষয়ে সম্যক জ্ঞান থাকা একান্ত জরুরি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের জন্য বিসিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post