Print Date & Time : 14 September 2025 Sunday 2:52 am

কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ

কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়ার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমিকদের যে চেক প্রদান করেছে তাতে তাদের দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। আশা করছি, শ্রমিকদের পাশে থেকে আপনারা কাজ করবেন। কুষ্টিয়া শ্রম দপ্তরের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের কর্মকর্তা ও শ্রম দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৭তম বোর্ড সভায় কুষ্টিয়ার চারটি উপজেলার জন্য অনুমোদিত চিকিৎসা খাতে আর্থিক সহযোগিতার এবং মৃত্যুজনিত আর্থিক সহযোগিতা বাবদ ১৮টি পরিবারের মাঝে ৯লাখ টাকার চেক শ্রমিক ও শ্রমিকদের পরিবারের মনোনিত সদস্যের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর ২৭ তম বোর্ড সভায় ৩,৩৪৭ জন শ্রমিকের নামে মোট ৩,৩৪৭ টি চেক (চিকিৎসা সহায়তা ৩১৮৩ টি, শিক্ষা সহায়ক অনুদান ১২৪টি, মৃত শ্রমিকের নামে ৪০ টি) অনুমোদিত হয়।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১০,২০২৩//