কুষ্টিয়া জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ আহত-নিহত ১০টি পরিবারের মাঝে ৪৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
উক্ত ১০ জনের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৮টি পরিবারের প্রত্যেকেই পেলেন ৫ লাখ টাকা ও আহত দুইটি পরিবারের একজন পেলেন ৩ লাখ এবং অপর জন পেলেন ১ লাখ টাকার চেক।
গতকাল বুধবার ১২ জানুয়ারি ২০২৫ তারিখে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের আয়োজনে এসকল চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের সহায়তায় স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার মুঞ্জুরিকৃত অর্থের চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, শিক্ষা ও আইসিটি মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন, বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) জাহাঙ্গীল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রতিনিধি এবং বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে একই স্থানে বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের আয়োজনে গ্রাহক সেবার মান উন্নয়ন, সহজীকরণ এবং দ্রুততম সময়ে সেবা প্রদান বিষয়ে গ্রাহকের পরামর্শ গ্রহণ ও অভিযোগ নিরসনের লক্ষ্যে গণশুনানীর অনুষ্ঠিত হয়। এসময় অতিথিগণ উপস্থিত ছিলেন।

Discussion about this post