নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় শিউলি (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
গত শনিবার সকাল সাড়ে ১১টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে মাহিন্দ্র ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
মোটরসাইকেল আরোহী পুলিশ অফিসার এস আই সনজিব গুরত্বর আহত হয়। তাকে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন, পরে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। রবিবার দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিউলী খাতুনের মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার সর্গপুর গ্রামের আক্কাস আলীর স্ত্রী শিউলী (৪৫)।
এছাড়াও আহত হন ইবি থানার বেড়বাড়াদী গ্রামের মকছেদ আলীর ছেলে মানিক হোসেন (২৫)। ঘাতক ড্রাইভার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মৃত কাশেমের ছেলে বাবু আহত অবস্থায় পালিয়ে যায়।
ঘাতক ড্রাইভার বাবুর স্ত্রী জানান, আমার স্বামী গতকাল এক্সিডেন্ট করে বিত্তিপাড়া বাজারে চিকিৎসা নিতে গেছে।
এলাকাবাসী জানায়, বাবু এই সিএনজি দীর্ঘদিন চালিয়ে আসছে।
একটি সুত্রে জানা যায়, উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য হাসপাতালে চিকিৎসারত মানিককে সিএনজির ড্রাইভার বানানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। মানিক পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বিত্তিপাড়া মাহিন্দ্র কাউন্টার মাষ্টার নিশ্চিত করেন ডিসি অফিসের সামনে যে দূর্ঘটনা ঘটেছে তার ড্রাইভার ছিলেন সোনাইডাঙ্গার বাবু। বাবু এখন পুলিশের ভয়ে আত্মগোপনে চিকিৎসা নিচ্ছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ মার্চ ২০২৪