এনামুল হক কুষ্টিয়া:
কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামী উদ্যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে ট্রলি, হুইলচেয়ার ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর–ভেড়ামারা-২ আসনের এমপি প্রার্থী জননেতা আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিনসহ জেলা ও শহরের বিভিন্ন নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির মো: এনামুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন,“মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এ জন্যই আমরা এসব চিকিৎসা সামগ্রী প্রদান করেছি।” “জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক ও কল্যাণমূলক সংগঠন।”“জনগণের পাশে থেকে সেবা করা আমাদের ঈমানি দায়িত্ব।”শেষে এসব চিকিৎসা সরঞ্জাম হাসপাতালের দায়িত্বশীলদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

Discussion about this post