উচ্চ আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপ বালুখোর চক্রের সন্ত্রাসী বাহিনীর হামলা, অপহরণ ও হত্যা চেষ্টাসহ সরঞ্জাম ছিনিয়ে নেয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানব বন্ধন করেছে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়ার ব্যানারে।
সংগঠনের সভাপতি জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ৫ রাস্তার মোড় মুজিব চত্বরের এই মানববন্ধন থেকে আগমী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন সগঠনের সভাপতি কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভিাপতি মো. জাহিদুজ্জামান আল্টিমেটাম ঘোষণা দিয়ে বলেন, ‘এ সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে মডেল থানা, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, রাজপথ অবরোধ ও স্থানীয় পত্রিকাসহ সকল গণমাধ্যমে কলম বিরতির মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, সাধারন সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। যোগ দেন ব্যবসায়ী, পরিবেশবাদীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পরে হামলার প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাভিশন টিভির কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দৈনিক হওয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শিহাব উদ্দিন, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস,ইন্ডিপেন্ডেন্ট টিভির কুষ্টিয়া প্রতিদিন মিলন উল্লাহ,আর টিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল,এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার তুহিন,গ্লোবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম, আনন্দ টিভির কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ কায়সার, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু, আমার বার্তা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এনামুল হক, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, প্রতিদিনের সংবাদ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, সকালের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি চাঁদ আলী, বাংলাদেশ বুলেটিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি শাহিন রেজা , ঢাকা পোস্ট এর কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ, ব্রেকিং নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি খালিদ সাইফুল সহ প্রমুখ।
বক্তারা বলেন, ‘রাষ্টীয় গুরুত্বপূর্ন স্থাপনা রক্ষা ও নদীর গতিপ্রকৃতি সুরক্ষার উদ্দেশ্যে নির্ধারিত মৌজাভুক্ত এলাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পদ্মা নদী থেকে বে-আইনী ও অবৈধ পন্থায় বালু উত্তোলন আজও বন্ধ করতে পারেনি কুষ্টিয়ার প্রশাসন। প্রকাশ্যে দিন রাতভর তোলা হচ্ছে বালু। প্রতিদিন প্রায় দুই শতাধিক ট্রলার ভর্তি করে বালু তুলছে বালুখোর চক্র। এভাবে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদী হারাচ্ছে স্বাভাবিক প্রকৃতি। অন্যদিকে তীব্র ভাঙ্গনে বিলিন হচ্ছে নদীপাড়ের সমতল ভুমি কৃষি জমি নানা স্থাপনাসহ বাড়িঘর ও জনপদ। সংবাদ সংগ্রহে গিয়ে বালুখোর চক্রের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার সাংবাদিকগণ’।
এজাহার সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কুষ্টিয়ার পদ্মা নদী থেকে এখনো অবৈধভাবে বালু তোলা হচ্ছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংবাদের ফলোআপ করতে কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীর মাঝে যেয়ে কিছুক্ষণ ভিডিও ধারন করার পর তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের নির্দেশে শামীম, টিক্কা ও সজিবসহ মোট ৬জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের গুলি বর্ষন করতে করতে এসে এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি শরীফ বিশস, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ ক্যামেরা পার্সন মোঃ আশিফুজ্জামান ও চ্যানেল টোয়েন্টিফোরের কুষ্টিয়াস্থ স্টাফ ক্যামেরা পার্সন এস আই সুমনের ওপর হামলা চালায়। তারা সাংবাদিকদের স্পীড বোটটি তাদের স্পিডবোট দিয়ে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়ার চেষ্টা করে। সেসময় তারা সাংবাদিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনিয়ে নেয় ভিডিও ধারণ করা একটি ক্যামেরা এবং মোবাইল ফোন। পরে কোনমতে নৌকা নিয়ে ফিরে আসতে পারেন সাংবাদিকরা।
এই হামলার ঘটনায় তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলকে প্রধান আসামী করে শামীম, টিক্কা ও সজিবের নাম উল্লেখসহ টাওয়েলে মুখবাধা অজ্ঞাত আরও ৩জনের বিরুদ্ধে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৪৩/২৩। অভিযোগ বিষয়ে মন্তব্য নিতে ইউপি চেয়ারম্যান হান্নান মন্ডলের মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান জানান, ‘পদ্মা নদিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িতদের গ্রেফতার করবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post