Print Date & Time : 24 August 2025 Sunday 7:13 am

কুষ্টিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আজিবর আলী (৩৬), একযুগ পরে গ্রেফতার করা হয়েছে ।

এরই গত ২০ এপ্রিল ২০২৪ তারিখে রাতে ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকা’’ হতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

জানা যায়,  জিআর-৮৫/১২, এসটি-২০১/১২ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (২)/২৫ (ডি) এর ০৪ বছরের সশ্রম করাদন্ড ও ৪,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৪ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি মোঃ আজিবর আলী (৩৬), পিতা-মৃত লালন মন্ডল, সাং-সাধীপুর দাড়েরপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া দীর্ঘ ১২ বছর আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ এপ্রিল ২০২৪