Print Date & Time : 25 August 2025 Monday 12:25 am

কুষ্টিয়ায় সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লাভলী টাওয়ারের পিছনে গড়াই নদীর বেরিবাধের পাশে উক্ত ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন কুষ্টিয়া পলিটেনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাঃ রুহুল আমিন।

 সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) কুষ্টিয়ার উপাধ্যক্ষ মোঃ সোহেল রানা, যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার মেকানিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহ জামাল, আই ডি ই বাংলাদেশ কুষ্টিয়ার মার্কেটিং ডেভোলপমেন্ট অফিসার শ্রী অপুর্ব দোবে, সিমিট বাংলাদেশ কুষ্টিয়া অ লের ডেভোলপমেন্ট অফিসার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ও মেশিনারীজ ডেভোলপমেন্ট অফিসার খন্দকার আবুল খায়ের প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং সেন্টারের সহকারী পরিচালক মোঃ ইউনুস খান। এসময় বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন বিশে^র সাথে তাল মিলিয়ে মানসম্মত জনশক্তি তৈরীর মাধ্যমে বিদেশে চাকরির নতুন নতুন সুযোগ স্বৃষ্টির পাশাপাশি বাংলদেশে বিদেশী রেমিটেন্স বৃদ্ধিতে সহযোগীতা করবে  সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারটি। 

সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারের পরিচালক ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, সরকারের প্রতিশ্রুতি ঘড়ে ঘড়ে চাকরি আমরা সরকারের সেই প্রতিশ্রæতি অনুযায়ী দক্ষ শ্রমিক গড়ে তুলে সঠিক নিয়মে বিশে^র বিভিন্ন দেশে অল্প খরচে যাওয়ার সু-ব্যাবস্থা করার লক্ষ্যে আজ থেকে এই ট্রেনিং সেন্টারটির যাত্রা শুরু হলো। 

ঢাকায় গিয়ে প্রশিক্ষন নেওয়া অনেক ব্যায় বহুল ব্যাপার। আজ থেকে সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারে বিদেশী  প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক দ্বারা অনেক কম খরচে ঢাকার সমমানের প্রশিক্ষন দেয়া হবে বলেও জানান তিনি। আলোচনা সভা শেষে ফিতা কেটে সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন অতিথিরা এবং ট্রেনিং সেন্টারের কার্যক্রম ঘুড়ে দেখেন তারা।

ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, ইউনুস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোঃ ইউনুস খান, কসবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান মজনু, কুষ্টিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী এসএম নুরুন্নবী, আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মিজানুর রহমান মধু, আল-হেলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী আল-হেলাল, শিকদার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী জালাল উদ্দিন শিকদার, ছালাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী আঃ ছালাম, সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোঃ সোহেল শেখ এবং রেজাউল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী রেজাউল করিম মোট এই ১০জন মিলে সেবা মূলক প্রতিষ্টান হিসেবে সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া ট্রেনিং সেন্টারটির আজ থেকে যাত্রা শুরু হলো।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ মে ২০২৪