Print Date & Time : 5 July 2025 Saturday 5:44 pm

কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ স্বামী-স্ত্রী আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আনোয়ার হোসেন (৩৮) ও তার সহযোগী স্ত্রী কমেলা বেগম(৩৫)কে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার রাত ১টায় শুরু করে ভোর রাত পর্যন্ত চালানো অভিযানে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয় হয় বলে সেনা ক্যাম্প সূত্রে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প সুত্রে জানান, সীমান্তবর্তী এলাকায় হত্যা মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি আনোয়ার অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়।

এসময় বাড়ি ঘিরে আনোয়ারকে আটক করা হয়। এবং বাড়িতে তল্লাসী চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেখান থেকে আনোয়ারের অপরাধ কর্মকান্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নিয়ে আসে সেনাসদস্যরা।

প্রাথমিক জিঞ্জাসাবাদে আনোয়ার সীমান্তবর্তী এলাকার অস্ত্র মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করছে। আটককৃতদের অস্ত্র আইনে মামলাসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলেও সেনা ক্যাম্পসুত্রে নিশ্চিত করা হয়।