রফিকুল্লাহ্ কালবী
নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির একটি সেমিনার কক্ষে প্রয়াণ দিবস পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর বসে।
বোধন থিয়েটার কুষ্টিয়ার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সারোয়ার মোর্শেদ রতন।
নাট্যব্যক্তিত্ব আসলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন জেলা কালচারাল অফিসার সুজন রহমান।
অনুষ্ঠানের শুরুতে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের স্মরণে সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তারপর এই ক্ষণজন্মা নাট্যগুরুর জীবন ও কর্মের উপর আলোচনা ও তাঁর লেখা কবিতা পাঠ করেন শাহিন সরকার, শহিদুর রহমান রবি, আনোয়ার বাবু, সাইমুম কাতিব, ফাহিম হাসান, আনিসুর রহমান, কবি হাসান টুটুল, খলিলুর রহমান মজু প্রমুখ।
প্রিন্ট করুন
Discussion about this post