নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের বাসিন্দা লাবনী আক্তার নামে যশোরে কর্মরত জুডিসিয়াল ম্যাজিট্রেটের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার প্রতিবাদসহ স্থানীয় এলাকাবাসীর সীমাহিন হয়রানি ও ভোগান্তি মুক্তির দাবিতে মানব বন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শিলাইদহ গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আন্দোলনকারীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট লাবনী আক্তার ক্ষমতার অপব্যবহার করে তার আত্মীয় স্বজনদের বেপরোয়া মাস্তানি করিয়ে এলাকাবাসীকে মারধর করাচ্ছে অন্যদিকে আহত পরিবারের পক্ষ থেকে বিচার চেয়ে মামলা করতে গেলেও সেসব মামলা রেকর্ড না করতে পুলিশকে প্রভাবিত করছে।
তবে অভিযুক্ত ওই ম্যাজিষ্ট্রেট লাবনী আক্তারের পিতা রোজদার আলী অভিযোগকে অস্বীকার করে বলেন, “আমার জামাই রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে কিন্তু আমার মেয়ে এসব বিষয়ে কিছু জানে না। আর কি হয়েছে না হয়েছে আমি মুরব্বি মানুষ ওতো কিছু জানি না”।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ আগষ্ট ২০২৪