Print Date & Time : 25 August 2025 Monday 6:42 pm

কুষ্টিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এর অভিযানে চাঞ্চল্যকর মোঃ জনি মিয়াকে হত্যার চেষ্টা মামলার আসামি মোঃ আলমগীর (৪০) গ্রেফতার করা হয়েছে ।

গত ২৮-০২-২০২৪ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বাহাদুরপুর বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে দুই পক্ষের মারামারিতে মোঃ জনি মিয়া (৩২), পিতা-মোঃ জহির উদ্দিন, সাং-বাহাদুরপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। 

উক্ত ঘটনার প্রেক্ষিতে তিনি বাদী হয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৩, তারিখঃ ০১ মার্চ ২০২৪,ধারা-১৪৩/ ৩৪১/৩২৩/৩২৪/ ৩২৬/  ৩০৭/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০। ঘটনাটি মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে র‌্যাব আসামি গ্রেফতারে তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ১৪ মার্চ ২০২৪ খ্রিঃ সময় রাত ১০.১০ ঘটিকায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ২নং আসামি মোঃ আলমগীর (৪০), পিতা-মৃত আছিরুদ্দিন, সাং-কুচিয়ামোড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়াও উক্ত আসামির নামে ০৪টি মারামারি ও বিস্ফোরক মামলা রয়েছে।

পরবর্তীতে  কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ মার্চ ২০২৪