কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে এবং কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ’র সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম বিত্তিপাড়া কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়ায় গত সোমবার হারভেস্টারের মাধ্যমে একজন প্রান্তিক কৃষকের ধান কাটার মাধ্যমে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ, ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা সহ অত্র এলাকার কৃষকগণ। সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা বলেন আমি জনগনের সেবক, অবশ্যই আমি কৃষক ভাইদের পাশে থাকবো।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে প্রধান চালিকাশক্তি হলো কৃষক। আর আওয়ামীলীগ সরকারের শাসন আমলে বাংলাদেশে কৃষকের সবচেয়ে উন্নয়ন সাধিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমানে দেশের কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি কাজ করছে। যার ফলে কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষকরা আমাদের প্রাণ, অবশ্যই তাদের পাশে আমাদের থাকতে হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ নভেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post