Print Date & Time : 25 August 2025 Monday 12:11 pm

কুষ্টিয়ায় হেলা সমাজের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় হেলা সমাজের
নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কবি আজিজুর রহমান সড়কের চৈতন্য পল্লীতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ৪টি পদে ৮ জন প্রতিদ্বন্দ্বীকে ৩শো ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে পোল হওয়া ভোটের সংখ্যা ছিলো ৩শো ৮টি। কুষ্টিয়া, মিরপুর ও আলমডাঙ্গায় বসবাসরত হেলা সম্প্রদায়ের লোকদের ভোটারগণ এই নির্বাচনে অংশগ্রহণ ও ভোট প্রদাণ করেন।
হেলা সমাজের লোকজনের অধিকাংশই পরিচ্ছন্ন কর্মীর হিসেবে কর্মরত। ত্রি-বার্ষিক এই নির্বাচনে মোট ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান পদের নাম চৌধুরী (সভাপতি), দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদের নাম গোড়াইত (সাধারণ সম্পাদক), তৃতীয় গুরুত্বপূর্ণ পদের নাম ক্যাশিয়ার ও চতুর্থ গুরুত্বপূর্ণ পদের নাম প্রচার সম্পাদক। প্রত্যেক পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৬৩ ভোট পেয়ে চৌধুরী নির্বাচিত হয়েছেন গোপাল চন্দ্র বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৩৭ ভোট পান। রাজেন বিশ্বাস ১৮৭ ভোট পেয়ে গোড়াইত নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী সুনীল লাল সরকার ১০৯ ভোট পান। ক্যাশিয়ার পদে অজয় বিশ্বাস ১৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বী রাম কিশান প্রসাদ ১৪২ ভোট পান। প্রচার সম্পাদক পদে ১৬৫ ভোট পেয়ে জয়লাভ করেন উত্তম কুমার সরকার এবং তার প্রতিদ্বন্দ্বী সঞ্জয় পান ১৪০ ভোট। নির্বাচনে বিজয়ীগণ তাদের সমাজের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে এটি কোন রাজনৈতিক সংগঠন নয়, এটি নিতান্তই তাদের সামাজিক নেতা নির্বাচনের একটি প্রক্রিয়া। বিজয়ীগণ ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালের জন্য তাদের সমাজের দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মহাদেব, নির্বাচন কমিশনার শুভ, সচিব কাঞ্চন, ক্যাশিয়ার মঙ্গল, সদস্য অমর, সদস্য সঞ্জয়, সদস্য জয়ন্ত, সদস্য প্রদ্বীপ। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।