কুষ্টিয়া প্রতিনিধি: দাতা সংস্থা ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার(৭ অক্টোবর)বেলা সাড়ে ১২টায় শহরের হাউজিং এষ্টেটে অবস্থিত হেলথ সেন্টারটির সামনে এ খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস,
সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়ার সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের প্রমুখ সহ অন্যান্যরা।
ইকোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর সার্বিক সহযোগিতায় ছিলেন আমান এনজিও সংস্থা।
প্রিন্ট করুন
Discussion about this post