কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার এস,এস,সি ও সমমান পরীক্ষা ২০২৩ সালে জেলার ৬টি উপজেলা থেকে বাছাইকৃত জিপি-৫ প্রাপ্ত ৫০ জনকে বৃত্তি প্রদানের ২০ হাজার টাকার মোট দশ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
কুষ্টিয়ায় ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং’র পৃষ্ঠপোষকতায় “আলহাজ্ব বেলায়েত হোসেন ফাউন্ডেশনের” উদ্যোগে উক্ত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আমজাদ হোসেন খাঁন।
ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং’র ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ্ব বেলায়েত শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ বশির আহমেদের সভাপতিত্বে এবং সদস্য হাফিজ আল আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল কবির, ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও বিজ্ঞান বিভাগের প্রফেসর ডীন শেখ সুজন আলী,
ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং’র চেয়ারম্যান নার্গিস আহমেদ,
ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুর রশীদ বকুল, জাতীয় সাতারু প্রশিক্ষক আমিরুল ইসলাম।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সমন্বয়ক ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাজমুল হুদা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আলহাজ্ব বেলায়েত হোসেন ফাউন্ডেশন’ সমাজের অসহায়, দুস্থ এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ফাউন্ডেশন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। পরবর্তী জীবনে তারাও এভাবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মকে মেধা মননে আলোকিত করতে হলে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে বলেও জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং’র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ বশির আহমেদ বলেন,
পিতার নামে শিক্ষা, চিকিৎসা সহায়তাসহ অনেক সামাজিক কাজে আত্মনিয়োগ করার চেষ্টা করেছি যা আজকে এটা তারই একটা অংশ। আমি মনে করি এস, এস, সি পাশের পর উচ্চ শিক্ষা গ্রহনের জন্য এ টাকা কিছু নয়। তারপরও মেধাবী শিক্ষার্থীরা যাতে উৎসাহ পায়, উচ্চ শিক্ষায় আরও এগিয়ে যায় সে জন্য এ উদ্যোগ। তিনি আরও বলেন, আজকে ৫০ জনের মধ্যে ১০ লাখ টাকা আগামীতে এর সংখ্যা আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ইচ্ছাও রয়েছে। এছাড়াও উচ্চ শিক্ষা যেমন মেডিকেলে, বুয়েটে চান্স পাওয়ার যদি কোন সহযোগীতার প্রয়োজন হয় তখনও বেলায়েত হোসেন ফাউন্ডেশন তোমাদের পাশে থাকবে।

Discussion about this post