নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় তারেক রহমানের উপহার হিসেবে শীতবস্ত্র ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার ১২ জানুয়ারি শহীদ সবুজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উক্ত কর্মসূচি =তে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ সোহবার উদ্দিন বলেন, যারা অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে তারা খুব মানবিক কাজ করেছে। এই শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, তা আগামিতেও অব্যাহত রাখুন। এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। তাদের মতো সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এসময় বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়েছে ও ৫ শতাধিক শীতার্ত নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রবিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো: তোফাজ্জেল হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম শরীফ।

Discussion about this post