ওপেলিয়া কনি, স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার খোকসায় লাখো মানুষের প্রাণের দাবী একটি সেতুর জন্য ৫২ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। গড়াই নদীর উপর জানিপুর থেকে ওসমানপুর সংযোগ সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার (০৫ ফেব্রুয়ারী ২০২৪ইং) দুপুরে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে সাথে নিয়ে তিনি এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কালিবাড়ী অঞ্চলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মো: এহেতেশাম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, খোকসা ইরুফা সুলতানা, ইসলামি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান,মোঃ তারিকুল ইসলাম, মেয়র, খোকসা পৌরসভা।
স্বাধীনতার পর থেকেই খোকসাবাসী এই সেতুর দাবী করে আসছিল। সেতুটি বাস্তবায়ন হলে খোকসা, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার মানুষের যোগাযোগের সহজ সেতুবন্ধন তৈরী হবে। বর্তমানে নৌকায় করে মানুষ চরম দূর্ভোগ নিয়ে পারাপার হয়।
২৭৮ কোটি টাকা ব্যায়ে এই সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সেতুটি হলে তার নিজের এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে। অর্থনৈতিক মুক্তি ও বিপ্লব হবে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ ফেব্রুয়ারী ২০২৪