দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর থানার হোগলবাড়ীয়া ইউনিয়নের শশীধরপুর এলাকায় একটি অসহায় নারীকে নিয়মিতভাবে উত্যক্ত করা প্রভাবশালী মৃত হযরত আলীর ছেলে মন্টু পরামানিক ওই নারীর সাথে খারাপ আচরণ নির্যাতন করার অভিযোগ এনে ভুক্তভোগী নারী বাদী হয়ে মন্টু প্রামাণিকে বিবাদী করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে বিবাদীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১ এপ্রিল মামলা হয়েছে।
মামলা নং- ৫/১৩৭।এদিকে মামলা হলেও আসামি এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
খোঁজ নিয়ে জানা যায়,ভুক্তভোগী ওই নারী জানান, প্রায় এক মাস ধরে আমার সাথে খারাপ আচরণ সহ আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। কিছুদিন আগে আমারকে বিবাদী মন্টু প্রামানিক পান বরজে পাটকাঠি দেওয়া বলে ডাকে আমি বিবাদী মন্টু প্রামাণিকের সাথে দেখা করতে গেলে বিবাদী আমার কাছে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে শারীরিকভাবে নির্যাতন করে।
আমার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে বিবাদী আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগির স্বামী সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিবাদী খারাপ প্রকৃতির লোক। বিশেষ করে অত্যন্ত ভয়ংকর ও প্রভাবশালী।
মামলার আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি প্রশাসনের কাছে জোরালো অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ এপ্রিল ২০২৪