Print Date & Time : 2 July 2025 Wednesday 8:48 pm

কুষ্টিয়ার “দ্যা স্কলারস্ ফাউন্ডেশন” এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধিঃ দ্যা স্কলারস্ ফাউন্ডেশন, কুষ্টিয়ার বৃত্তি প্রকল্পের আওতায় আজ ২৫ ডিসেম্বর বুধবার কুষ্টিয়া জেলার প্রায় দুইশতাধিক প্রতিষ্ঠানের(স্কুল/মাদ্রাসা) এক হাজার ছয়শত জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কুষ্টিয়া জিলা স্কুলে “দ্যা স্কলারস্ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা- ২০২৪” অনুষ্ঠিত হয়।

১৯৯৮ সালে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে “To Lead The World Be Scholar” স্লোগান কে সামনে রেখে প্রতি বছর ২৫ শে ডিসেম্বর সংস্থাটি বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছর পূর্ব রেজিস্ট্রেশনকৃত চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ পাঠ্যবই বাংলা, ইংরেজি, গণিত ও অতিরিক্ত সাধারণ জ্ঞান সহ সর্বমোট ৪ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

পরীক্ষা চলাকালীন সময়ে “দ্যা স্কলারস ফাউন্ডেশন” এর পরিচালক- হাফেজ সেলিম রেজা, সহঃ পরিচালক- সাকিবুল হাসান (শাওন) সদস্য সচিব- আব্দুল্লাহ আল মামুন সাদিক, এবং আমন্ত্রিত অতিথি কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামরুল হাসান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. এ কে এম মফিজুল ইসলাম সহ সংস্থাটির সাবেক পরিচালক মাজহারুল হক মমিন ও মোস্তাফিজুর রহমান পলাশ পরীক্ষা কেন্দ্রর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

সংস্থাটির পরিচালক হাফেজ সেলিম রেজা জানান, আসছে বছরের মার্চ মাসের ১ম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে এবং ফলাফল প্রকাশের পরপরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এককালিন বৃত্তি, ক্রেস্ট, সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য দ্যা স্কলারস ফাউন্ডেশন, কুষ্টিয়া থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০০ হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। দ্যা স্কলারস ফাউন্ডেশন, কুষ্টিয়া বৃত্তি প্রকল্প ছাড়াও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য ও ক্রীড়া প্রকল্প, সমাজ বিনিমার্ণ প্রভৃতি প্রকল্প পরিচালনা করে থাকে।


এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৫,২০২৪//