Print Date & Time : 2 July 2025 Wednesday 9:09 pm

কুষ্টিয়ার মিরপুরে অস্ত্রসহ আটক ১

মিরপুর (কু‌ষ্টিয়া) প্রতিনি‌ধি: ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর এলাকায় বোরহান (৪৫) নামের এক ব্যক্তিকে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করে মিরপুর থানা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) রাতে আটককৃত আসামি কালীনাথপুর এলাকার মৃত আইয়ুব মন্ডলের ছেলে।

মিরপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ও মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ এর নেতৃত্বাধীন পুলিশের একটি টিম কালিনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি সহ এক আসামিকে গ্রেপ্তার করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে । উক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।