জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগ কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার আয়োজনে উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় মিরপুর পৌর ৬নং ওয়ার্ড দারুস সালাম ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ মিরপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আক্তারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ছ.ম তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম।

Discussion about this post