মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাখি ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) বিকেলে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া বাজারের নিকট এই দুর্ঘটনা ঘটেছে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার বহলবাড়িয়া এলাকার মৃত তোয়াক্কেল গাইনের ছেলে বিটু (৪৫) এবং একই এলাকার সাহেবনগর গ্রামের খোরশেদ ওরফে গুরা ( ৮০)। নিহতদের লাশ উদ্ধার করে ঘটনাস্থলে রাখা হয়েছে।
স্থানীয় থানা পুলিশ জানায়, কুষ্টিয়াগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে পাখি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় বৃদ্ধ পথচারীসহ ভ্যান চালক রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাখি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এসময় পাখি ভ্যান চালক এবং একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

Discussion about this post