মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর পৌর রেলপাড়ার আয়োজনে চড়ক পুজা অনুৃষ্ঠিত হয়। ১৩ এপ্রিল ২০২৪ শনিবার বিকালে বাংলা নববর্ষ উপলক্ষে রেলপাড়ার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এ পুজা পশুহাট সংলগ্ন দূর্গা বিষর্জনের স্থানে অনুষ্ঠিত হয়।
মিরপুরে রেলপাড়ার সার্বিক ব্যবস্থাপনায় এই প্রথম চড়ক পুজা অনুষ্ঠিত হয়। পুজার মূল বিষয় কি ছিল-সে তথ্য জানা সম্ভব হয়নি। তবে চড়ক গাছের সাথে বেঁধে পুজারী জয়পুর হাটের সূর্ষ্য’র শরীরে পেরেক পুতে দেয়। অপর দিকে রেলপাড়ার সন্তোষ কুমার ব্যাধের পুত্র কৃঞ্চ কুমার ব্যাধকে বান মেরে মুখে বড় সুচ পুরে দিয়েছিল। কালি সেজে বড় রামদা নিয়ে (খেলনা) আক্রমন করে রেলপাড়ার সবুজ কুমার ব্যাধের কন্যা বন্ধনা রানী ব্যাধ।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল ২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post