Print Date & Time : 2 July 2025 Wednesday 6:32 pm

কুষ্টিয়ার মিরপুরে চেয়ারম্যানসহ আটক ৩

এম আনোয়ার হোসেন নিশি : কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে নাশকতা মামলা নুরুল চেয়ারম্যান ও ব্যবসায়ী নান্নুসহ ৩জনকে আটককরা হয়েছে।
আটককৃত উপজেলার আ”লীগের উপদপ্তর সম্পাদক ও ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কচুয়াদহ এলাকায় রহুল আমিনের পুত্র মোঃ নুরুল ইসলাম (৪৮), আমলা ইউনিয়ন আ,লীগের নেতা ও নয়নপুর গ্রামের প্রয়াত ডাঃ আলহাজ¦ আব্দুল মান্নান ওরফে হিছা ডাক্টারের পুত্র জহুরুল ইসলাম নান্নু (৬০)কে ডিবি পুলিশ আটক করেন থানায় সোপর্দ করলে পুলিশ জেলা কারাগারে প্রেরণ করেন।

গত শুক্রবার গভীর রাতে নাশকতা মামলায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করেন।

১৫ ফেব্রুয়ারী শনিবার দুপুরে আটককৃতদের চালান দেওয়া হয়েছে বলে পুলিশের এস আই এলিস মাহমুদ জানিয়েছেন।
শুক্রবার তালবাড়ীয়া ইউপি’র শামুখিয়া থেকে নাশকতা মামলায় আজাহার আলীর পুত্র আকছার আলী (৬৫) কে আটক করে তিনি ৫ নং ওয়ার্ড আ, লীগের সভাপতি ছিলেন, তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।