মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দলীয় কর্মী হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মিরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের নায়েব আমির আব্দুল গফুর বলেন, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাশেদ মাহমুদ নাসিরের নেতৃত্বে ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুলের বাড়ি ঘেরাও, হুমকি ও সমঝোতা বৈঠকে জামায়াতের নেতাকর্মীর উপর অতর্কিত হামলা চালিয়ে ৩৫ জনকে রক্তাক্ত জখম এবং ঘর বাড়িতে লুটপাট করে। হামলায় বুরাপাড়া গ্রামের আহত নওশের আলী পঁচা মোল্লার ছেলে জামায়াতের কর্মী খোকন মোল্লা (৩৪) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ঢাকায় মারা যায়। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।

Discussion about this post